দাদার ৭০ লাখ টাকা :কোটি টাকা ভাগ হয় এপিএস-এর বাসায়



20120411aps.jpg (250×197)2012-04-10-19-40-58-4f848cca99268-untitled-11.jpg (340×233)
 আটক টাকা নিয়োগ বাণিজ্যের। টাকার অঙ্ক ছিল কোটি ছাড়িয়ে। ওই টাকার ভাগ-বাটোয়ারা হয়েছে রেলমন্ত্রীর একান্ত সচিবের বাসায়। সেই ভাগের এক অংশের মূল্যমান ৭০ লাখ টাকার গন্তব্য ছিল রেলমন্ত্রীর বাসভবন। মধ্যরাতে  একান্ত সচিবের গাড়িচালকের গোঁয়ার্তুমির কারণে নিয়োগ-বাণিজ্য ও ভাগ-বাটোয়ারার পুরো বিষয়টি ফাঁস হয়ে পড়ে। গতকাল কমলাপুর রেলস্টেশনসচিবালয় সংলগ্ন রেলভবনবিজিবি সদর দপ্তরপুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে। তবে চাঞ্চল্যকর এ ঘটনা ফাঁস হওয়ার পর থেকেই মন্ত্রীর একান্ত সচিবের গাড়িচালক আলী আজমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আটক হওয়া কর্মকর্তারা মন্ত্রীর বাসায় যাওয়ার কথা স্বীকার করলেও টাকার কথা স্বীকার করেননি। রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রমতেবাংলাদেশ রেলওয়ের ৬৫ ক্যাটিগরিতে ৭১৪০ জনের নিয়োগ প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ১৩৩৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন