১০ ট্রাক অস্ত্র মামলায় হাফিজ, দ্বীন ও সোবহান দায়ী: এনএসআই


প্রতিদিন ২৪ ডেস্ক

1309195698Gut.jpg (400×323) চট্টগ্রামের একটি বিশেষ আদালতে এনএসআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অব. এনামুর রহমান চৌধুরীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে দুই সপ্তাহ পর চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র আটক এবং চোরাচালান মামলা দুটির কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

আদালতে দেয়া সাক্ষ্য ঘটনা তদন্তে সরকার কর্তৃক গঠিত কমিটির অন্যতম এ সদস্য বলেন, ‘‘চোরাচালানী হাফিজসহ দ্বীন মোহাম্মদ ও হাজী সোবহান এ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন